তিন বন্ধু চায়ের দোকান দিয়ে শতকোটি টাকার মালিক
ক্যারিয়ার ডেস্ক:: আনন্দ, রাহুল আর অনুভব দুবে। সদ্য পড়াশোনা শেষ করেছে। পড়াশোনা শেষ করে চাকরির পিছনে নিজেরা কিছু করবে ঠিক করে। সেই চিন্তা থেকে তিন বন্ধু মিলে ঠিক করে চায়ের দোকান খুলবো। চায়ের দোকান খোলার সিদ্ধান্ত শুনে অনেকে ভেবেছিলেন ভুল সিদ্ধান্ত। কিন্তু সেই ভুল সিদ্ধান্ত যে ঠিক ছিলো তা প্রমান করে দিয়েছে তিন বন্ধু। সেই ছোট্ট চায়ের দোকান দিয়ে আজ তিন বন্ধু শতকোটি টাকার মালিক।
২০১৬ সালে ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে মাত্র ৩ লাখ রুপি বিনিয়োগ করে ওই চায়ের দোকান দেন তিন বন্ধু। মাত্র পাঁচ বছরেই তাদের ১৬৫টি আউটলেট থেকে ১০০ কোটি রুপির উপরে ব্যবসা হচ্ছে। খুব শিগগিরিই তারা কানাডা আর লন্ডনে শাখা খুলবে ‘চায়ে সুত্তা বার’ নামের ওই চেইনশপটি। এই চেইনশপে ১০টি ভিন্ন ফ্লেভারের চা ছাড়াও স্যান্ডউইচ, পাস্তা, নুডুলসও পাওয়া যায়।
তাদের আউটলেটগুলোতে চা পরিবেশন করা হয় মাটির ভাঁড়ে। মৃৎশিল্পীদের যেন কিছুটা সাহায্য হয় এজন্যই এই প্রথা চালু করেছেন বলে ‘চায়ে সুত্তা বার’ এর পরিচালক আনন্দ নায়েক জানিয়েছেন।