আবারো বিয়ের পিড়িতে বসলেন সালমান শাহের স্ত্রী সামিরা
বিনোদন ডেস্ক:: বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক আবারও বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন সামিরা হক। এই বছরের ২১ জুন সামিরা তার দ্বিতীয় সংসারের ইতি টেনে গত মাসের ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের ইশতিয়াক আহমেদের সঙ্গে ঘর বেধেছেন। এর আগে গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সাবেক স্বামী মোশতাক ওয়াইজকে।
সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি। দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।
আরও পড়ুন : কোথায় পরীমনির সেই কথিত মা চয়নিকা?
এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি। আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু।