করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য
বিনোদন ডেস্ক:: করোনাভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য। এর আগে ঐশ্বরিয়া রাই স্বামী অভিষেক বচ্চন ও শশুর অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হন।
শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এই দিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে ঐশ্বরিয়া রাই এর আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে।
এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন।৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন:: মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা কেজিএফ ২