কোথায় পরীমনির সেই কথিত মা চয়নিকা?
ফেঞ্চুগঞ্জ প্রতিদিন ডেস্ক:: গত বুধবার গ্রেফতার করা হয় বাংলা চলচিত্রের অন্যতম চিত্রনায়িকা পরীমনি। এইসময় তার বাসা থেকে উদ্ধার করা হয় দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মাদক। এরপর থেকে একে একে বেরিয়ে আসছে পরীমনির বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।
সেইসব ছাপিয়ে এখন প্রশ্ন উটেছে পরীমনির কথিত মা পরীমনির কথিত মা চলচিত্র ও নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরী কোথায়? বুধবারে লাইভে এসে পরীমনির আকুতি জানানোর পর থেকে তার বাসায় র্যাবের অভিযান, আটক, গ্রেফতার, আদালতে হাজির ও রিমান্ডের ঘটনায় কোথাও খুঁজে পাওয়া যায়নি চয়নিকাকে।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা কেজিএফ ২
এর আগে গত জুনে পরীমনির উত্তরা বোট ক্লাব কাণ্ডের সময় সংবাদ সম্মেলনে কাঁদতে থাকা পরীমনির চোখের জল মুছে দিয়েছিলেন চয়নিকা। কিন্তু বুধবারে গ্রেফতারের আগে লাইভে এসে পরীমনির আকুতি জানানোর পর থেকে তার বাসায় র্যাবের অভিযান, আটক, গ্রেফতার, আদালতে হাজির ও রিমান্ডের ঘটনায় কোথাও খুঁজে পাওয়া যায়নি চয়নিকাকে। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এবারের ঘটনায় পরীমনি নিজেই সাহায্য চাইছিলেন লাইভে এসে। তবুও চয়নিকাকে তার ধারে-কাছেও দেখা যায়নি। আদালতেও যাননি। এমনকি এ নিয়ে গত দুই দিনে নিজের ফেসবুক ওয়ালে কোনো স্ট্যাটাসও দেননি। জানা গেছে, তিনি নিজের অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন।
সৌজন্যে: দৈনিক যুগান্তর