এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
প্রতিদিন ডেস্ক: নানা নাটকীয়তা আর একের পর এক তারিখ পিছিয়ে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয়ার পর বিশ্বকাপের স্কোয়াড অনেকটা অনুমিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় নেই কোনও চমক। সুযোগ পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৫ জনই।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক সৈকত ও আমিনুল ইসলাম। রুবেল ও বিপ্লব আছেন রিজার্ভে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।
এ সময় মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ১৫ সদস্যের এ দল গঠন করা হয়।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই।
ওমানের মাঠে টাইগারদের দিতে হবে সেই পরীক্ষা। সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এক সপ্তাহ সেখানে ক্যাম্প করার কথা রয়েছে সাকিব-মুশফিকদের।
এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।