টি–টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক:: তিন বছরেরও বেশি সময় অলরাউন্ডারের সিংহাসন ছাতছাড়া বাংলাদেশী অলরাউন্ডার সাকিন আল হাসান আবারো টি–টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব ফিরে পেলেন। বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করে ।  যেখানে  আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের  দলীয় পারফরমেন্সের পাশাপাশি এই সিরিজে বেশ কয়েকজনের ব্যক্তিগত নৈপূণ্যও ছিল অসাধারণ। তাদেরই একজন সাকিব আল হাসান।  অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ করেন সাকিব।   অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও হয়েছেন সিরিজ–সেরা। এই পারফরমেন্সই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করতে পেরেছেন সাকিব।

       আরও পড়ুন:-

➡টি-টোয়েন্টি ক্রিকেটে ডোয়াইন ব্রাভোর অনন্য রেকর্ড 
মোস্তাফিজ কে নিয়ে বিশ্ব মিডিয়া যা বলছে 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব।  এই রেটিং পয়েন্ট তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।