বিকালের জন্য চমৎকার একটি সহজ রেসিপি
আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিকালে খাওয়ার জন্য চমৎকার একটি রেসিপি। রেসিপি নাম ঝুরা বিফ সালাদ।
ঝুরা বিফ সালাদ বানাতে যা লাগবে।
যা লাগবে : ঝুরা বিফ ১ বােল, গাজর ক্যাপসিকাম সুইটকর্ন সিদ্ধ ১ বােল, সয়া সস ১ টেবিল চামচ,
টমেটো কেচাপ ১ টেলিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, অলিভ ওয়েল ১ টেবিল চাম, লবন আন্দাজমতো, চিনি ১/২ চা চামচ।
যেভাবে করবেন : তেলে রসুন কুচি নিয়ে হানকা ভাজা হলে ঝুরা মাংস নিয়ে ২-৩ মিনিট নাড়তে হবে খুব
অল্প পনি দিয়ে। এরপর সব উপকরণ দিয়ে আরও ৩-৪ মিনিট চুলয় রেখে নামানাের সময় চিনি ছিটিয়ে নামিয়ে নিন।