আব্দুল হামিদ ফজল-এর কবিতা

প্রার্থনা

আবারো ফিরে আসুক পৃথিবী তার পূর্বের রূপে, ভোরের প্রার্থনা শেষে সবাই ব্যস্ত হোক আপন কাজে। মসজিদে মঞ্জিলে আবারও হোক প্রার্থনার নির্জন স্থান, দিনমজুর আবারও ফিরে যাক মাঠে, পেটের ক্ষুধা থেকে পেতে পরিত্রাণ। রাস্তাঘাটে হাটে-মাঠে আবারও হোক লোকসমাগম, পৃথিবীটা জেগে উঠুক আবারো আগের মতন। দরদী ছেলে ফিরে যাক তার মায়ের বুকে, অফিসে-আদালতে মানুষের ভীড়, হোক জাঁকে জাঁকে। আপনজন ফিরে আসুক প্রিয়জনের কাছে, কতজন সে যাতনায় আজ নিরবে-ই কাঁদে। ভুল থেকে ফিরে আসুক সব পাপী জন, ভুল যত ক্ষমা করে করো প্রভু আপন।

লেখক:: আব্দুল হামিদ ফজল , বাংলা বিভাগ এম সি কলেজ(সিলেট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *