রুমি আফরোজ-এর কবিতা
এগিয়ে চলো
জেগে ওঠো সুর্যের মত অন্ধকারের প্রলয় শেষে নতুন ভোরে। অক্লান্ত সব দেয়াল জুড়ে উদ্ভ্রান্ত সকল বাধা, গুড়িয়ে দাও কাপিয়ে দাও, গর্জে ওঠো ৭১ এর রাতের মত দেখিয়ে দাও আমরাই তারা দেশের জন্য জীবন দিয়েছি আমরা যারা, ভয় করিনি, ভয় করিনি পাকিস্থানের সৈন্য শাসন, ভয় করিনি রাজাকারের বেঈমানিতে স্পষ্টতার নোংরা ভাষন, ভয় করিনি অরাজ কতা দুর্নীতি ভয় করিনি মানবতার অপর্নীতি ভয় পেলে কি চলবে বলো সোনার বাংলা গড়তে হবে সত্য বুকে এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, সাহস রেখে বুক পকেটে, নির্মমতার জবাব দিতে, এগিয়ে চলো,