প্রতিবাদ- রহিমা সু্লতানা ( আনারকলি)

প্রতিবাদ

কলম সৈনিক , শব্দ সৈনিক এক হও , এক হও, এক হও ছাত্র জনতা।

কৃষক, শ্রমিক, মজুর, যুবা আছো যত মজলুম জনতা। এক হও, এক হও!

প্রতিবাদের দাবানলে পোড়াও প্রাসাদ ! পোড়াও আজ অন্তর তার যে হয়েছে বধির!

আগুন লাগাও তার ঘরেতে যেখানে মেহনতের ফসল মজুদ, পায়না খেতে ভুখা প্রাণ!

কেন এত ধর্ষণ, খুন, গুম!? কত শত তনু, মিতু, হিরামনি জীবন দিল! বিচার কেন নাইরে? কন্যা, জায়া, জননীর নিরাপত্তা চাইরে !!


আজ এক হও, এক হও প্রতিবাদে সমস্বরে কেন এত বৈষম্য ? মানি না, মানি না ।