রহিমা সু্লতানা (আনারকলি) এর কবিতা
বন্দি দশা
তোমরা যারা বন্দি ভেবে করছ হা-হুতাশ বলছি তাদের, তোমরা কী কেউ থাকো প্রাচীর ঘেরা লাল দালানে শিকল ঘেরা চিলে কোটায়?
আপন ঘরে কেউ কখনো বন্দি হয়না জানো। বনের পশু খাঁচার ভিতর থাকে যখন আমরা তখন বন্দি বলি তারে।
আপন ঘরে ভালো আছো প্রয়োজনে বের হচছ, তারেই তুমি বন্দি ভাবো!
ভাবনা তোমার মনের ভিতর ভালো কিছু ভাবো!! ওড়াও তোমার মন পবনের নাও ঘুরে আসো সিন্দাবাদের মত।
দেখো মানুষ গুলো সভ্য আজ! খোলা মেলা পথেঘাটে ঘুরছে না কেউ। মানতনা যে শাসন -বারণ আজ ক’রোনা র ভয়ে তটস্থ!!!