বেহেশতী নারীর ৪ গুণাবলী
ধর্ম ডেস্ক:: মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা এই পৃথিবীতে নারী ও পুরুষ সৃষ্টি করেছেন। নারী ও পুরুষ সৃষ্টি করার পর তাদের প্রদান করেছেন কিছু দায়দায়িত্ব। আল্লাহ তায়ালা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন। এর জন্য নারীদের দায়িত্ব সহজ করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন। সেই সহজ পথের বর্ণনা এসেছে হাদিসে। হাদিসে বলা হয়েছে একজন নারীর মাঝে ৪ টি গুনের সমন্বয় হলে তার জান্নাতে যাওয়ার পথ সহজ হবে।
(১) যে নারী সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। (২) যে নারী তার স্বামীর অনুগত হন। (৩) যে নারী রমজান মাসের রোজা পালন করেন। এবং (৪) যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করেন। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বীয় লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, কিয়ামতের দিন তাকে বলা হবে যে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ কর।’ (সহিহ ইবনে হিব্বান- হাদিস নম্বর: ৪১৬৩, সহীহ জামে আসসগীর ১ম খণ্ড হাদিস নম্বর- ৬৭৩)। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা যেনো আমাদের মা-বোনদের এই ৪ টি গুণাবলি তাদের মাঝে থাকার তৌফিক দান করেন। আমীন।