এবার গরীবের দোহাই দিয়ে খুলছে হাসান মার্কেট
ফেঞ্চুগঞ্জ প্রতিদিন ডেস্ক:: এবার গরীবের চিন্তা করে সিলেটের বন্দর বাজারে অবস্থিত হাসান মার্কেট খোলার ঘোষনা দিয়েছেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতি।
রবিবার মার্কেট ব্যবসায়ী সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য আগামিকাল সোমবার থেক পুণরায় খোলা হচ্ছে হাসান মার্কেট।
গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সাড়া দিয়ে নগরীর সকল ব্যবসায়ীরা (নিত্যপ্রয়োজনীয় ছাড়া) ঈদের আগে বিপণী-বিতান, মার্কেট ও দোকানপাট খোলা না রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের সাথে সিলেটের হাসান মার্কেট ও লালদীঘি হকার্স মার্কেটের ব্যবসায়ীরাও একমত পোষণ করলে ও তার ৯ দিনের মাথায় এসে সেই সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছেন মার্কেট ব্যবসায়ী সমিতি।
আরও পড়ুন:: সিলেটে আরো ১৩ জনের দেহে করোনা শনাক্ত
এ ব্যাপারে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী বলেন, এই মার্কেটটি গরীবের মার্কেট। সুতরাং গরীব মানুষের কথা চিন্তা করে তারা পুণরায় মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সরকারের নিয়ম মেনে দোকানপাট পরিচালনা করব।
তথ্যসুত্র: sylhetviwe24