দক্ষিণ সুরমায় কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ইউপি সদস্য গ্রেফতার
ফেঞ্চুগঞ্জ প্রতিদিন ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায়এক কিশোরী (১৬) ধর্ষণ করে ভিডিও ও ছবি ধারণ করার অভিযোগে শাবাজ আহমদ নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাবাজ আহমদ (৩৮) দক্ষিন সুরমার ৮নং কান্দিগাঁও ইউপির ৪নং ওয়ার্ড সদস্য । বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানা পুলিশ গোপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে কিশোরীর মা বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুত্রে জানা যায়, ইউনিয়নর মেম্বার শাবাজ আহমদসহ তার আরও দুজন সহযোগী গত ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামন থেকে কিশোরীকে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ এক বাসায় নিয়ে যাওয়া হয়। ওইদিন রাত ৯টার দিকে শাবাজ আহমদ ভিকটিমকে ধর্ষণ করার পর তার সাথে থাকা অজ্ঞাতনামা আসামী ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শাহাব আহমদ মোবাইল ফোনে ভিকটিমের নগ্ন ভিডিও ও ছবি ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম)।
সুত্র:sylhetviwe24.com