ফেঞ্চুগঞ্জের নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:: ফেঞ্চুগঞ্জে নবাগত ওসি‘র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (৯ নভেম্বর ) রাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ অফিসার ইনচার্জ (ওসি) শাফায়েত হোসেনের সাথে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়।
এই সময় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসির সাথে ফেঞ্চুগঞ্জের উপজেলার আইন শৃঙ্খলা, মাদক,ফেঞ্চুগঞ্জ বাজারের যানযট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নবাগত ওসি শাফায়েত হোসেন আইন শৃঙ্খলা সহ মাদকসহ অপরাধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে ফেঞ্চুগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান। এইসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ আইন শৃঙ্খখলা রক্ষার্থে পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমীন, জুলহান চৌধুরী, আর কে দাস চয়ন, মোস্তাফিজুর রহমান কিনেল, ফরিদ উদ্দিন, রুমেল আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, তামিমুল করিম হৃদয়, আসিফ ইকবাল ইরন, আব্দুস সালাম, সামি হায়দার।