ফেঞ্চুগঞ্জে একই রাতে দুটি বাড়ীতে দুঃসাহসিক গরু চুরি
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক রাতে ৬ টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। গরু হারিয়ে নিঃস্ব কৃষকরা। চুরির এই ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের মহিদ পুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে দুটি চুরির ঘটনা ঘটে। মহিদ পুর গ্রামের সমস মিয়ার ৪ টি গরু চুরি হয়। যার অনুমানিক মূল্য ২ লাখ টাকা। একই রাতে একই গ্রামের জিয়া উল হকের বাড়ি থেকে দুটি গাভি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার অনুমানিক মূল্য ১ লাখ টাকা।
কৃষক সমস মিয়া জানান, গতকাল রাতে ঘুমানোর আগে গরু গুলো ঠিকঠাকমতো দেখে ঘুমিয়েছি। ধারনা করছি রাতের কোনো একসময় গরু গুলো চুরি হয়েছে। গরু হারিয়ে নিঃস্ব বলে তিনি জানান।
চুরির ঘটনা শোনার পর ফেঞ্চুগঞ্জ থানার এস আই মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এই রিপোর্ট লেখা গরু উদ্ধার কিংবা কাউকে গ্রেফতার করা হয়নি