১০ হাজার টাকা বাজেটের সেরা তিনটি ফোন
দেশে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে থাকা স্মার্টফোনগুলোর চাহিদা বেশী। বিশেষ করে মধ্য ও নিম্নমধ্যবিত্ত লোকজন এই দামের মধ্যে মোবাইলগুলোর বেশীl ব্যবহার করেন। আসুন দেখে দেশের বাজারে থাকা দশ হাজার টাকা বাজেটের সেরা পাঁচটি ফোন।
Realme C11- রিয়েলমি সি১১
১০ হাজার টাকা বাজেটের সেরা একটি ফোন হলো রিয়েলমি সি১১। রিয়েলমি সি১১ স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৫, ৫০০০মিলিএম্প ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল ক্যামেরাসহ বেশিকিছু আডভান্স ফিচার। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ক্যামেরায় থাকছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং, নাইট মোড। যা এর ব্যবহারকারীদের আকর্ষন করেছে।

দাম: ৮,৯৯০ টাকা
Vivo Y1s – ভিভো ওয়াই১এস
ভিভো দেশের বাজারে খুব দ্রুত স্মার্টফোনের বাজার দখল করে নিয়েছে। এর কারন এই ফোনের আকর্ষনীয় ফিচারগুলো। ১০ হাজার টাকার মধ্যে ভিভোর ওয়াই১এস দারুন কিছু অফার করছে। ৬.২২ ইঞ্চির ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটিতে আছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৪০৩০ মিলিএম্প এর ব্যাটারি৷ মিডিয়াটেক এর হেলিও এ৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

দাম: ৮,৯৯০ টাকা
আরও পড়ুন: ইউটিউবারদের জন্য বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ
Walton Primo Hll5-ওয়ালটন প্রিমো এইচএম৫
দেশীয় ব্রান্ড ওয়ালটন দেশের বাজারে নিয়ে এসেছে ১০ হাজার টাকা দামের মধ্যে সেরা একটি ফোনপ্রিমো এইচএম৫।
ওয়ালটনের এই ফোনটিতে রয়েছে ১৩মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ৪,৯০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক এর হেলিও এ২০। ৬.১ইঞ্চির নচযুক্ত এইচডি প্লাস ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১০ হাজার টাকা দামের মধ্যে।

দাম: ৮,৫৯৯ টাকা / ৯,৪৯৯ টাকা