বাংলাদেশী যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো ওমান

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান।  এরমধ্যে ভারত ও  পাকিস্তান রয়েছে।

এ সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)।

আল আরাবিয়ার এক খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

কোন কোন টিকাকে অনুমোদন দেওয়া হবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে।

সেখানে আরও বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।

 

তথ্য সুত্র: alarabiya.net