আরও একমাস প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা সুবিধা বাড়ালো সৌদি
ফেঞ্চুগঞ্জ প্রতিদিন ডেস্ক:: সৌদি আরব প্রবাসীদের জন্য আরও একমাস বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) সুবিধার মেয়াদ বাড়িয়েছে।
গতকাল সোমবার দেশটির পাসপোর্ট অধিদপ্তর এ ঘোষণা দিয়েছে ।
দেশটির পাসপোর্ট অধিদপ্তর ঘোষনায় বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। তারা বিনামূল্যেই পাবেন এ সুবিধা।
এছাড়া সীমান্ত বন্ধ করে দেয়ায় সৌদিতে আটকে পড়া যেসব প্রবাসীর এক্সিট বা এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরও বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে।
সূত্র: আরব নিউজ/বাংলাদেশ প্রতিদিন